Launch Date Confirm Moto G65 5G and Additional Features, Price আরো জানতে ক্লিক করুন

Moto G65 5G তে রয়েছে ভালো ডিসপ্লে এর সঙ্গে রিফ্রেশ রেট ও 120Hz রিপ্লেস রেট এবং 50 মেগা পিক্সেল মেইন ক্যামেরা এর সঙ্গে রয়েছে 5000mAh ব্যাটারি আরো অনেক কিছু। Moto কোম্পানি তার মিট রেঞ্জ স্মার্টফোন মার্কেটে নামানোর জন্য রেডি হয়ে গেছে। চাইনিজ কোম্পানি Motorola তার আর একটা নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছে ভারতের বাজারে এই মডেলের নাম রেখেছে Moto G65 5G এই স্মার্টফোনে ভরে ভরে ফিচারস এবং ভালো ক্যামেরা এর সঙ্গে হাই কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর সঙ্গে আরো রয়েছে stock Android operating system. এর দাম রাখা হয়েছে 15,999 টাকা এত কম দামে এই স্মার্টফোনটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন।

IPS LCD Display Moto G65 5G

Moto G65 5G তে রয়েছে 6.49 ইঞ্চি full HD IPS LCD ডিসপ্লে এবং রয়েছে 120Hz refresh rate এখন এই রিফ্রেশ রেট কমন হয়ে গেছে Price ফ্রেন্ডলি স্মার্টফোনে কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এর জন্য এটা একটা বড় হাইলাইট পয়েন্ট। এই ডিসপ্লেটি যখন আমরা ইউটিউব কিংবা ফেসবুক ব্যবহার করি তখনই স্মার্টফোনটি HDR সাপোর্ট করে এবং হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে সঙ্গে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Moto G65 5G 50 MP Camera

এতে রয়েছে পিছনের দিকে দুটি ক্যামেরা সেটআপ 50 MP মেনক্যামেরা এবং 8 MP ultra wide ক্যামেরা রয়েছে। এর সেলফি ক্যামেরা রয়েছে 16 MP.

  • এর পিছনের ক্যামেরা দিনের বেলা খুব ভালো ফটো ক্লিক করে ছোট ছোট ডিটেলিং এর সঙ্গে ক্লিয়ার ফটো এবং ভিডিও ক্লিক করে। কিন্তু একটা প্রবলেম রয়েছে প্রসেসিং করার পরে যেই ফটোটা ক্লিক করেছে সেটা আর প্রাকৃতিক থাকে না কালার বেশি দেখা যায়। যখন কম আলো কিংবা রাতের বেলা ফটো কিংবা ভিডিও করা হয় ভালো ফটো কিংবা ভিডিও তুলতে পারেনা পষ্ট ভাবে দেখা যায় না ঝাপসা দেখা যায়। কিন্তু আশা করা যায় কোম্পানির তরফ থেকে আপডেটে এটা ফিক্স করে দেওয়া যেতে পারে।
  • এর সঙ্গে এই স্মার্টফোনটি ভিডিও রেকর্ডিং করতে পারে 1920×1080 30fps তে এর সঙ্গে এর সামনের ক্যামেরা ভিডিও রেকর্ডিং করতে সক্ষম 1920×1080 30fps পিছন ক্যামেরার মতোই।

Moto G65 5G 5000mAh Battery

Moto G65 5G তে রয়েছে 5000mAh এর লিথিয়াম ব্যাটারি যা সারাদিন ইউজ করলে খুব সহজে ব্যাটারি শেষ হবে না এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ইউজ করা হয়েছে 33W ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে যা ফুল চার্জ হতে টাইম লাগে 1 ঘন্টা মতো।

Moto G65 5G futuristic look
Moto G65 5G futuristic look

MediaTek Powerful processor

ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7025 প্রসেসর একটা খুব ভালো এবং জনপ্রিয় প্রসেসর এই processor টা আগের বারে motorola ব্যবহার করেছিল এর আগের সিরিজের স্মার্টফোনে Moto G64 5G তে এই প্রসেসরে রয়েছে Dual core যা পাওয়ার বের করে 2.5 GHz এবং দ্বিতীয় টিতে রয়েছে Hexa Core এটা পাওয়ার প্রডিউস করে 2 GHz এই processor টা খুব ভালো প্রসেসর এটা গেমিং এবং মাল্টি টাস্কিং করতে সক্ষম।

Very Useful Storage and RAM

ফোনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হল মেমোরি কার্ড এটা না থাকলে ফোন চলতেই পারবে না এটাতে ফটো ভিডিও কিংবা যাই কর এর ভিতরেই থাকবে। এতে মেমোরি কার্ড রয়েছে 128 GB খুব কম ও নয় খুব বেশিও নয়। এতে খুব ভালো মানের RAM ব্যবহার করা হয়েছে এর টাইপ রয়েছে LPDDR4X এই র‌্যাম টাইপটা প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোনে ইউজ করা হয়। এতে রয়েছে 6 GB, 8 GB ram এর দুটি ভেরিয়েন্ট।

Moto G65 5G Price and Value

G65 5G বাজারে নামানো হয়েছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এর নামে। এর দাম একটা লিমিট এর মধ্যে থাকবে এবং এর টপ ভেরিয়েন্ট এর দাম বেশি থাকবে। এর আনুমানিক প্রাইজ থাকবে (6GB/128GB) মডেলের দাম ₹14,999 টাকা এবং এর টপ ভেরিয়েন্ট এর দাম রয়েছে (8GB/128GB) ₹15,999 টাকা।

Moto G65 5G first look
Moto G65 5G first look

Moto G65 5G Additional Features and Connectivity

এর নাম শুনে বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনটা 5G স্মার্ট ফোন এর সঙ্গে হাই স্পিড ইন্টারনেট প্রদান করে খুব ভালো 5G কানেক্টিভিটি রয়েছে। আরো রয়েছে Wi-Fi 6, Bluetooth 5.2 এর সাপোর্ট।

ডেটা ট্রান্সফার করার জন্য এতে রয়েছে USB Type-C এবং গান হোক কিংবা ভিডিওর সাউন্ড শোনার জন্য এতে রয়েছে 3.5mm অডিও জ্যাক আরো রয়েছে এতে ভালো সাউন্ড সিস্টেমের জন্য বড় সাইজের খুব ভালো মানের স্পিকার ব্যবহার করা হয়েছে যাতে পরিষ্কারভাবে শোনা যায়।

Launch Date Confirm Moto G65 5G

চাইনিজ কোম্পানি মটোরোলা মানে আমরা জানি যে খুব ভালো একটা স্মার্টফোন ব্র্যান্ড কম দামে পরিষ্কার UI প্রোভাইড করে এবং stock Android দেওয়ার চেষ্টা করি। কিন্তু অন্য কোন চাইনিজ ব্রান্ড এর স্মার্টফোনে ক্লিন UI থাকে না। এটার জন্য মটোরোলা একটা জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড এই ব্র্যান্ড আর কয়েক মাসের মধ্যে Moto G65 5G কে মার্কেটে নামাতে চলেছে কিন্তু কোম্পানির তরফ থেকে এখনো অফিশিয়াল ডেট রিলিজ হয়নি এর জন্য বলা মুশকিল কোন ডেটে মার্কেটে নামানো হবে এই স্মার্টফোনটিকে কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই এটা মার্কেটে দেখতে পাওয়া যাবে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.