Motorola G15 Power With IPS LCD Display, 50 MP Back Camera and 6000 mAh Battery আরো অনেক কিছু

Motorola কিছুদিনের মধ্যে তার G সিরিজে আরও একটা নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে এর নাম রাখা হয়েছে Motorola G15 Power এতে রয়েছে Android 15 এর সাপোর্ট এবং এতে ব্যবহার করা হয়েছে Mediatek এর জনপ্রিয় প্রসেসর Helio G81 Extreme এই প্রসেসর টা 12 nm টেকনোলজিতে ভেস্ট রয়েছে এর সঙ্গে রয়েছে 50 MP Back Camera আরো অনেক কিছু। এটা হল একটা বাজেট ফ্রেন্ডলিস্ট স্মার্টফোন এতে কম দামে ভালো ফিচারস এবং স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে motorola company কোম্পানির তরফ থেকে যতটা দেওয়া সম্ভব ছিল ততটা দেওয়া হয়েছে। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন মানেই এর সঙ্গে আরও এর কম্পিটিটারও রয়েছে যেমন Xiaomi, Oppo, Vivo, Infinix, Poco আরো অনেক কোম্পানি। এদের সঙ্গে পাঙ্গা দিয়ে চলতে হবে এবং স্মার্টফোনটি ভালো কোয়ালিটির সঙ্গে আলাদা ফিচার দেওয়ার চেষ্টা করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Specifications

IPS LCD Display

স্মার্টফোনে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা অন্যতম জিনিস হলো Display এই স্মার্টফোনে ডিসপ্লে সাইজ রাখা হয়েছে 6.72 inches এটা অতি বড় ও নয় অতি ছোটও নয় এর সাইজ রাখা হয়েছে মিডিয়াম এবং এতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে আগে যেসব ইউজাররা AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে তাদের জন্য একটু অসুবিধা জনক বিষয় হতে পারে। কিন্তু এই ডিসপ্লে টা এতটাও খারাপ নয় এই ডিসপ্লে গুলো অনেক স্মার্ট ফোনে ইউজ করা হয়েছে। আরো রয়েছে 60 Hz refresh rate এবং Resolution রয়েছে (1080 x 2400) FHD+.

Processor

এতে Mediatek এর খুব জনপ্রিয় প্রসেসার ব্যবহার করা হয়েছে Helio G81 Extreme এই প্রসেসারটা খুব একটা ভালো প্রসেসর নয় কারণ এতে খুব একটা ভালো গেমিং হতে পারবে না। কিন্তু এর থেকে কি আশা করা যায় এটা হল একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এবং প্রসেসরের ক্ষমতা রয়েছে (2×2.0 GHz Cortex-A75 & 6×1.7 GHz Cortex-A55) আরো Motorola G15 Power ব্যবহার করা হয়েছে Mali-G52 MC2 গ্রাফিক্স।

Motorola G15 Power
Motorola G15 Power Processor

RAM and Memory Card

Motorola G15 Power এতে রয়েছে LPDDR4XL খুব ভালো মানের রেম ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে 6 GB ও 8 GB র‍্যাম এর ভেরিয়েন্ট রয়েছে এই র‍্যামটিকে ফোনের মেমোরি কার্ড ইউজ করে 8 GB থেকে 24 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। আরো এতে ব্যবহার করা হয়েছে 128, এবং 256 GB মেমোরি কার্ডের ভেরিয়ান্ট রয়েছে। Moto কোম্পানি একটা ভালো কাজ করেছে যে 256 GB মেমোরি কার্ডের অপশন বের করেছে যারা ভিডিও কিংবা ফটো বেশি তোলাতুলি করেন তাদের জন্য এটা খুব ভালো অপশন হয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি মেমোরি ভর্তি হবে না এবং এতে এক্সট্রা কিছু ভর্তি করে রাখা ও যেতে পারে এবং এতে রয়েছে আলাদা করে বাইরে থেকে মেমোরি কার্ড লাগানো সাপোর্ট 1TB পর্যন্ত।

Back Camera & Front Camera

Motorola G15 Power এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ প্রথম মেইন ক্যামেরা সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি রয়েছে 5 MP Ultra Wide ক্যামেরা লেন্স। এতে খুব ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ক্যামেরাটি ভিডিও রেকর্ডিং করতে পারে 1080p@30fps এর সঙ্গে রয়েছে আরো অনেক কিছু ফিচার যেমন HDR মোড, panorama মোড এবং LED flash মোড ইত্যাদি। এর সামনের ক্যামেরা সম্বন্ধে কথা বলতে গেলে এতে রয়েছে 8 MP সিঙ্গেল ক্যামেরা সেটাপ এটা 1080p 30fps তে ভিডিও রেকর্ডিং করতে পারে। এতেও রয়েছে HDR মোড আরো কিছু মোড ও রয়েছে।

Big Battery

যেই সব এলাকায় ইলেকট্রিক সিটির সমস্যা হয় এবং বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নেওয়ার উদ্দেশ্য রয়েছে তাদের জন্য এটা একটা ভালো চয়েজ হতে পারে এর মূল উদ্দেশ্য কারণ হলো একবার ফুল চার্জ করে দিলে একটানা অনেকক্ষণ চলতে পারবে বিনা চার্জে। এতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর লিথিয়াম ব্যাটারি এটা হল একটা খুব বড় সাইজের ব্যাটারি এত বড় ব্যাটারিটাকে দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে 30W ফার্স্ট চার্জিং এর সাপোর্ট 0% থেকে 50% চার্জ হতে টাইম লাগে 40 মিনিট মতো কিন্তু ফাস্ট চার্জিং এর সাপোর্ট একটু বাড়ালে ভালো হতো এটা ফুল চার্জিং হতে টাইম লাগতে পারে আনুমানিক এক ঘন্টারও বেশি।

Motorola G15 Power Battery Fast Charging
Motorola G15 Power Battery Fast Charging

Motorola G15 Power Launch date in India

কোম্পানির তরফ থেকে এখনো মার্কেটে নামানোর জন্য কোন ডেট রিলিজ হয়নি শুধু কোম্পানির তরফ থেকে এর স্পেসিফিকেশন এবং ডিজাইন রিলিজ করা হয়েছে এগুলোর রিলিজ হয়ে গেছে মানে আর কিছুদিনের মধ্যেই কিংবা যে কোন মুহূর্তে কোম্পানির তারিখ রিলিজ করে দিতে পারে আনুমানিক আশা করা যায় এটা ডিসেম্বরের মধ্যেই মার্কেটে নামার সম্ভাবনা রয়েছে।

Motorola G15 Power Price in India

MODELPRICE
6GB RAM + 128GB Storage₹12,900
8GB RAM + 128GB Storage₹13,700
8GB RAM + 256GB Storage₹ 14,999

এই যে দামটা বলা হলো এটা কোম্পানির তরফ থেকে কোন কিছু বলা হয়নি কিংবা কোম্পানি এখনো রিলিজ করে দেয়নি এর দাম এটা শুধু আনুমানিক ভাবে বলা হয়েছে।

FAQs (Questions and Answers)

Motorola G15 Power Launch date in India?

It is expected that this smartphone can be launched by December or if it is not launched in December then it will be launched in early 2025.

Motorola G15 Power What processor is there?

It uses Mediatek’s very popular Helio G81 Extreme processor

Motorola G15 Power camera setup?

It has 8 MP front camera and 50 MP + 2 MP rear camera

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.