Poco M7 5G Geekbench Listing Confirm and Expected Price

Poco M7 5G আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে 2023 সালে ডিসেম্বর মাসে Poco M6 5G লঞ্চ হয়েছিল। ভারতের বাজারে Poco M সিরিজের স্মার্টফোন খুব জনপ্রিয় একটা স্মার্টফোন কারণ এটা কম দামে ভালো খুব ভালো ভালো ফিচার উপভোগ করার জন্য দেয়। ভারতের বাজারে নামানোর জন্য রেডি হয়ে গেছে Poco M7 Pro এবং Poco C75 5G শুধু আর কিছু দিনের অপেক্ষা 17 ডিসেম্বর‌ ভারতের বাজারে নামছে এই স্মার্টফোনটি। Poco M7 Pro মার্কেটে নামার জন্য রেডি হয়ে গেছে এর মানে আর কিছুদিনের পরেই Poco M7 5G ও বাজারে নামতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Poco M7 5G Geekbench Listing Confirm

  • M7 5G Geekbench লিস্ট হয়ে গেছে এবং শুধু দেখানো হয়েছে এর মডেল নাম্বার। 24108PCE2I এই মডেল নাম্বার থেকে বোঝা গেল যে লাস্টে ‘I’ রয়েছে এর মানে ইন্ডিয়ার কথা বলা হয়েছে। আর কিছু দিনের মধ্যেই এটা ভারতের মার্কেট দেখা যাবে।

Poco কোম্পানির তরফ থেকে কনফার্ম করা হয়নি কোন মডেলের নাম। আমরা আশা করি যে এরপরে আসবে Poco M7 কারণ Poco M7 Pro লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে।

  • স্মার্টফোনটা যখন লঞ্চ হবে এতে থাকবে Android 14 এবং 6GB RAM এর সঙ্গে 128GB মেমোরি থাকবে।
  • এটিতে খুব পাওয়ারফুল মাদারবোর্ড ইউজ করা হয়েছে এর সঙ্গে এই মাদারবোর্ড টিতে কোর থাকবে 6‌ এটা ক্ষমতা প্রডিউস করবে 2.21GHz‌ 4 cores এবং 1.96 GHz 2 cores খুব ভালো মাদারবোর্ডের ক্ষমতা দেওয়া রয়েছে। যাতে ইউজারদের কোন অসুবিধা না হয়।
  • এর প্রসেসরের সম্বন্ধে কথা বলতে গেলে রয়েছে খুব জনপ্রিয় প্রসেসর Snapdragon 4 Gen 2 প্রসেসর খুব ভালো গেমিং করতে পারবে এই প্রসেসর এর সঙ্গে মাল্টি টাস্ক করতে কোন অসুবিধা হবে না।

Poco M7 5G Expected Price

Poco M সিরিজে খুব একটা ভালো দাম থাকে না কারণ এই স্মার্টফোনটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আশা করা যায় Poco M6 এর তুলনায় 1 থেকে 2 হাজার দাম বাড়তেও পারে। কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি এটা আনুমানিক বলা হচ্ছে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.