Poco M7 Pro Launch Date Confirm On Flipkart and Specification, Design, Price Reveal

Xiaomi কোম্পানির আর একটা সাব ব্র্যান্ড হলো Poco তার Poco M7 Pro রেডি করে ফেলেছে বাজারে নামানোর জন্য এটি 17 December লঞ্চ হতে চলেছে। আমরা যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো কিছু দিয়েছে কোম্পানি। কিছুক্ষণ আগে দেখা গেল যে ফ্লিপ কার্ডে লঞ্চ হওয়ার জন্য ডেট এবং স্পেসিফিকেশন রিভিল করে দেওয়া হয়েছে। Poco কোম্পানি থেকে আরো জানানো হয়েছে যে Poco M7 Pro এর সঙ্গে সঙ্গে Poco C75 5G ও বাজারে আসতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Poco M7 Pro Specification

Poco কোম্পানির তরফ থেকে লঞ্চ হবার আগে Flipkart এ রিভিল হয়ে গেল M7 Pro 5G Specification এবং কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এই স্মার্টফোনটির ডিসপ্লে রয়েছে 6.67 inch G-OLED Display এবং 120Hz রিফ্রেশ রেট এর সঙ্গে 2100nits ব্রাইটনেস রয়েছে। এই ফোনটার ডিসপ্লেতে HDR10+ এবং Gorilla Glass 5 এর সাপোর্ট রয়েছে। এটিতে রয়েছে Mediatek Dimensity 7025 Ultra processor এবং প্রসেসর টাকে চালানোর জন্য 5110 mAh Battery এর সঙ্গে 45W ফার্স্ট চার্জিং।

Poco M7 Pro
Poco M7 Pro First Look

ফোনটির ডিজাইনের সম্বন্ধে বলতে গেলে ফোনটি মার্কেটে নামানো হয়েছে বেগুনি কালারের সঙ্গে এবং দুটো ক্যামেরা ও একটি ফ্লাশ লাইটের সঙ্গে Sony LYT Sensor রয়েছে। এর মেন ক্যামেরা 50 MP এর সঙ্গে সেকেন্ড ক্যামেরা 2 MP রয়েছে এবং 20 MP সেলফি ক্যামেরা।

POCO M7 Pro 5G Price

কোম্পানি তরফ থেকে এখনো দামের সম্বন্ধে কিছু বলা হয়নি এবং কি কি মডেল থাকবে সেটাও বলা হয়নি এটা কোম্পানি তরফ থেকে জানানো হবে 17 December কি কি মডেল থাকবে ও প্রাইস কত থাকবে। আশা করা যায় বেশি একটা দাম থাকবে না POCO M6 Pro এর থেকে 4 হাজার কিংবা 4 হাজার দাম বাড়তে পারে। M7 Pro এর দাম থাকবে ₹14,999 থেকে ₹16,999 এর মধ্যে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.