Samsung Galaxy S25 Ultra Launch Date, Price in India, Camera and Specifications

Samsung Galaxy S25 Ultra আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে ভারতের মার্কেটে। সাধারণত আমরা সবাই জানি যে এই ফোনটা কত জনপ্রিয় মানুষের কাছে। এর কিছু স্পেসিফিকেশন লিক হয়ে গেছে এই ফোনটিতে থাকবে 200MP Camera এবং 16GB RAM আরো অনেক কিছু। এই ফোনটা লঞ্চ হবে কবে এবং এর দাম কত হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samsung Galaxy S25 Ultra Specifications

এই ফোনটিতে অনেক কিছু ফিচার রয়েছে Samsung Galaxy S25 Ultra Android v15 এবং 5000mAh ব্যাটারি সহ 256GB স্টোরেজ আরো অনেক কিছু স্পেসিফিকেশন রয়েছে নিচে দেওয়া রয়েছে।

Samsung Galaxy S25 Ultra Display

ফোনটিতে ডিসপ্লের রয়েছ Dynamic AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির সাইজ রয়েছে 6.8 ইঞ্চি এই ডিসপ্লেটি সাপোর্ট করে 120Hz রিফ্রেশরেট সহ ডিসপ্লেটির ব্রাইটনেস ক্ষমতা রয়েছে 2600nits এর সাথে রয়েছে HDR10+ সাপোর্ট।

Samsung Galaxy S25 Ultra Battery

ফোনটি চালানোর জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে ব্যাটারিটাকে চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এবং 80 মিনিট চার্জে বসালে 100% চার্জ হয়ে যাবে। এছাড়া এর সাথে রয়েছে 25W Wireless Charging এর সুবিধা রয়েছে।

Samsung Galaxy S25 Ultra Display

Samsung Galaxy S25 Ultra Camera

ফটো তোলার জন্য এই ফোনটিতে ক্যামেরা দেওয়া রয়েছে 4 টি। ক্যামেরা রয়েছে 200MP, 10MP Telephoto, 50MP Telephoto, 50MP Ultrawide, Samsung Galaxy S25 Ultra ক্যামেরা জুম করতে সক্ষম 100X এবং 8K 24/30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম ও 4K 30/60/120fps রেকর্ডিং করতে সক্ষম। ফোনটিতে সামনের ক্যামেরা রয়েছে 12MP যা 4K@30/60fps, 1080p@30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

Samsung Galaxy S25 Ultra Storage

এই স্মার্টফোনটিতে খুব পাওয়ারফুল প্রসেসিং ক্ষমতা সম্পূর্ণ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফটো ভিডিও রাখার জন্য এই ফোনটিতে দেওয়া রয়েছে 256GB, 512GB, 1TB 3 টি ভেরিয়ান্ট দেওয়া রয়েছে।

Samsung Galaxy S25 Ultra Processor & RAM

এই ফোনটিতে লেটেস্ট প্রসেসর 4 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে। Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসর বর্তমান এই প্রসেসর সবথেকে দ্রুত কাজ করা প্রসেসর বর্তমানে এর উপরে কোন প্রসেসর তৈরি হয়নি। এছাড়া এই প্রসেসারে গ্রাফিক্সের জন্য জিপিইউ লাগানো রয়েছে। যাতে খুব ভালো গেমিং হয়। এছাড়া স্মার্টফোনটিতে 12GB RAM এবং 16GB RAM এর মডেল রয়েছে।

আরও পড়ুন : Cyclone Dana New Update: ঘূর্ণিঝড় দানার কারণে বাংলায় সম্ভাব্য ক্ষতি ও সতর্কবার্তা

Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra Launch Date

সাধারণত samsung তার S সিরিজের ফোন লঞ্চ করে থাকে বছরের প্রথমে। এবারও samsung লঞ্চ করবে Samsung Galaxy S25 Ultra বছরের শুরুতে। কিছু লিখ থেকে জানা গেছে যে ফোনটা লঞ্চ হবে 2025 শুরুর জানুয়ারি মাসে এর সঙ্গে সঙ্গে লঞ্চ হবে Galaxy S25 এবং Galaxy S25+ আর শুধু কয়েক মাসের অপেক্ষায় রয়েছে।

Samsung Galaxy S25 Ultra Price in India

Samsung Galaxy S24 Ultra তুলনায় Samsung Galaxy S25 Ultra একটু দাম বাড়বে। এর দাম রয়েছে 12GB RAM এবং 256GB, 512GB, 1TB Storage Price 1,29,999 টাকা, 1,39,999 টাকা, 1,49,999 টাকা। 16GB RAM এবং 1TB Storage Price 1,60,999 টাকা।

1 thought on “Samsung Galaxy S25 Ultra Launch Date, Price in India, Camera and Specifications”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.