Oppo K12 Plus – Specification, Launch Date In India, Price

OPPO তার K সিরিজে আরো একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে যার নাম Oppo K12 Plus এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 পাওয়ারফুল প্রসেসর এর সঙ্গে এটিকে পাওয়ার দেওয়ার জন্য বড় সাইজের 6400 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বড় সাইজের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 80W Super Flash চার্জার ব্যবহার করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Oppo K12 Plus Launch Date In India

বর্তমানে এই ফোনটি লঞ্চ হয়েছে চীনের মার্কেটে এবং এই ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোম্পানির তরফ থেকে লঞ্চ হওয়ার অফিসিয়াল ডেট রিলিজ হয়নি আশা করা যায় যে ডিসেম্বরের মাঝ বরাবর কিংবা লাস্টের দিকে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে যদি ডিসেম্বরে লঞ্চ না হয় 2025 এর শুরুতে কিংবা লাস্টে লঞ্চ হতে পারে।

Oppo K12 Plus Specification

Display

Oppo K12 Plus এটিতে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে এবং এর সাইজ রাখা রয়েছে 6.7 inches এর সঙ্গে রয়েছে 120 Hz Refresh Rate.

SpecificationDetails
Screen size (inch)6.7
Resolution1080×2412 px (FHD+)
Brightness1100 nits

Oppo K12 Plus Display

Processor & RAM

এই স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটারের প্রসেসার ব্যবহার করা হয়েছে এবং এটিতে 64 bit ও 720 Graphics ব্যবহার করা হয়েছে।

SpecificationDetails
ProcessorQualcomm Snapdragon 7 Gen 3
CPU2.63 GHz, Single core, Cortex A715. 2.4 GHz, Tri core, Cortex A715. 1.8 GHz, Quad core, Cortex A510
RAM8GB/12GB
RAM TypeLPDDR4X

Battery

Oppo সর্বপ্রথম তার K সিরিজে এত পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করেছে। এত বড় ব্যাটারি দেওয়া হয়েছে যাতে অনেকক্ষণ ফোনটি চলে বিনা চার্জে। এর সঙ্গে ব্যাটারিটাকে ফার্স্ট চার্জ দেওয়ার জন্য 80W এর চার্জার ব্যবহার করা হয়েছে।

SpecificationDetails
Battery6400 mAh
Charging80W
USB Type-CYes

Oppo K12 80W fast charging

Camera

Oppo K12 Plus এ Dual ক্যামেরা সেটআপ রয়েছে এবং 4k @ 30 FPS ভিডিও রেকর্ডিং করতে সক্ষম আরো রয়েছে Dual Video Recording and Autofocus আরো অনেক কিছু।

SpecificationDetails
Rear Cameras50 MP+8 MP
       OIS      Yes
      Flash      Yes
Image Resolution8150 x 6150 Pixels
Front Camera16 MP

Oppo K12 Plus Camera

Storage

SpecificationDetails
Internal Memory256 GB
Expandable MemoryUp to 1 TB
USB OTGYes
Storage TypeUFS 3.1

Sensors

FeatureAvailability
Fingerprint SensorYes
Fingerprint SensorOn-screen
Light SensorYes
CompassYes
GyroscopeYes
Proximity SensorYes
AccelerometerYes

Oppo K12 Plus Price in India

ModelExpected Price (INR)
8GB RAM + 256GB Storage         ₹22,600
12GB RAM + 256GB Storage          ₹25,000
12GB RAM + 512GB Storage          ₹29,800

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.