OPPO তার K সিরিজে আরো একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে যার নাম Oppo K12 Plus এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 পাওয়ারফুল প্রসেসর এর সঙ্গে এটিকে পাওয়ার দেওয়ার জন্য বড় সাইজের 6400 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বড় সাইজের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 80W Super Flash চার্জার ব্যবহার করা হয়েছে।
বর্তমানে এই ফোনটি লঞ্চ হয়েছে চীনের মার্কেটে এবং এই ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোম্পানির তরফ থেকে লঞ্চ হওয়ার অফিসিয়াল ডেট রিলিজ হয়নি আশা করা যায় যে ডিসেম্বরের মাঝ বরাবর কিংবা লাস্টের দিকে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে যদি ডিসেম্বরে লঞ্চ না হয় 2025 এর শুরুতে কিংবা লাস্টে লঞ্চ হতে পারে।
Oppo K12 Plus Specification
Display
Oppo K12 Plus এটিতে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে এবং এর সাইজ রাখা রয়েছে 6.7 inches এর সঙ্গে রয়েছে 120 Hz Refresh Rate.
Specification
Details
Screen size (inch)
6.7
Resolution
1080×2412px (FHD+)
Brightness
1100 nits
Processor & RAM
এই স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটারের প্রসেসার ব্যবহার করা হয়েছে এবং এটিতে 64 bit ও 720 Graphics ব্যবহার করা হয়েছে।
Specification
Details
Processor
Qualcomm Snapdragon 7 Gen 3
CPU
2.63 GHz, Single core, Cortex A715. 2.4 GHz, Tri core, Cortex A715. 1.8 GHz, Quad core, Cortex A510
RAM
8GB/12GB
RAM Type
LPDDR4X
Battery
Oppo সর্বপ্রথম তার K সিরিজে এত পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করেছে। এত বড় ব্যাটারি দেওয়া হয়েছে যাতে অনেকক্ষণ ফোনটি চলে বিনা চার্জে। এর সঙ্গে ব্যাটারিটাকে ফার্স্ট চার্জ দেওয়ার জন্য 80W এর চার্জার ব্যবহার করা হয়েছে।
Specification
Details
Battery
6400 mAh
Charging
80W
USB Type-C
Yes
Camera
Oppo K12 Plus এ Dual ক্যামেরা সেটআপ রয়েছে এবং 4k @ 30 FPS ভিডিও রেকর্ডিং করতে সক্ষম আরো রয়েছে Dual Video Recording and Autofocus আরো অনেক কিছু।